আঞ্চলিক জ্বালানি শক্তি হয়ে ওঠার ইচ্ছা তুরস্ক কখনো গোপন করেনি। তুরস্কের অবস্থান সব দিক থেকেই মোক্ষম জায়গায়। এর দুই পাশে তেল ও গ্যাস উৎপাদক মধ্যপ্রাচ্য ও দক্ষিণ ককেশীয় অঞ্চল এবং জ্বালানির ক্রেতা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। আর এ অবস্থানগত সুবিধাই হলো তুরস্কের হাতের ট্রাম্প কার্ড। তবে তুরস্কের কৃষ্ণসাগরে বিরাট গ্যাস মজুত আবিষ্কার আসলেই খেলার নিয়ম বদলে দেবে।