অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর টেকনাফের দোর্দণ্ড প্রভাবশালী ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে বেরিয়ে আসছে একের পর এক অভিযোগ। ইয়াবা চোরকারবারিদের আটক করে বিপুল পরিমাণ ঘুষ গ্রহণ ও ক্রসফায়ারে দেওয়ার বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে দায়ের হয়েছে বেশ কিছু মামলাও। আর এরইমধ্যে তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে নিজের নাম ঢাকতে স্ত্রী চুমকি কারণকে এসব সম্পত্তির মালিকানা দিয়ে অজান্তে তাকেও ফাঁসিয়ে দিয়েছেন ওসি প্রদীপ। স্বামীর হস্তান্তরিত প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় এক নম্বর আসামি হয়েছেন চুমকি কারণ। ওসি প্রদীপ এ মামলায় দ্বিতীয় আসামি। এ মামলায় ওসি প্রদীপকে গ্রেফতার দেখাতে এরইমধ্যে আদালতে আবেদন করেছে দুদক। আর চুমকি কারণকে গ্রেফতারের জন্য খুঁজে বেড়াচ্ছে সংস্থাটি।