সব কার্যক্রম তুলে ধরতে স্বাস্থ্য অধিদফতরের মিডিয়া সেল
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০, ১২:১৮
যথাযথভাবে করোনাসহ স্বাস্থ্য অধিদফতরের সব কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরতে মিডিয়া সেল গঠন করা হয়েছে। অধিদফতরের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) শাখার তত্ত্বাবধানে ১৫ সদস্যের এ মিডিয়া সেল গঠন করা হয়। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআইএস শাখার পরিচালক ডা. মোহাম্মদ হাবিবুর রহমানকে প্রধান করে গঠিত এ কমিটির সদস্যরাই শুধু গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন। তবে এমআইএস শাখার পাঁচজনকে আপাতত স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।