করোনাভাইরাস এর প্রতিরোধক ওষুধ নিয়ে গবেষণা করছেন বাংলাদেশের অ্যালার্জি অ্যাজমা এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ইন্সটিটিউটের প্রধান বিজ্ঞানী ডা. এম এ হাসান।এম এ হাসান বলছেন, এই ওষুধটির নাম টেনোফোভির ডিসোপ্রক্সিল ফিউমারেটকে (টিডিএফ)। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরে আমরা কেবল এর বিবর্তনের রহস্য উদঘাটন করার চেষ্টা করিনি। সেই সঙ্গে ব্যক্তি এবং সম্প্রদায়ের মধ্যে এই রোগের বিস্তার রোধের জন্য কিছু প্রতিরোধমূলক এবং নিরাময়মূলক ওষুধ অনুসন্ধান করার চেষ্টা করেছিলাম।সেই কাজে সাহায্য করেছে টেনোফোভির। এইচআইভি এবং হেপাটাইটিস বি আক্রান্ত যেসব রোগী টেনোফোভির নিচ্ছে তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।