লোকসানের বোঝা টানতে না পেরে দেশে যখন সরকারি পাটকলগুলো বন্ধ করে দেয়া হচ্ছে, ঠিক সে সময়ে সোনালি আঁশে স্বপ্ন বুনছেন ঝিনাইদহের ছোট্ট একটি গ্রামের চার শতাধিক নারী। এক তরুণ উদ্যোক্তার গড়ে তোলা ছোট্ট কারখানায় পাটের পাদুকা তৈরি করছেন তারা। তাদের হাতে তৈরি এসব পাদুকা রফতানি হচ্ছে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেনসহ বিভিন্ন দেশে। পরিবেশবান্ধব এ উদ্যোগে একদিকে লাভবান হচ্ছেন ওই অঞ্চলের পাটচাষীরা, অন্যদিকে কর্মসংস্থান হচ্ছে গ্রামের নারীদের।