যন্ত্রণাহীন মৃত্যু নয়, সুশান্তের শেষ গুগল সার্চে রয়েছে কেরালা-কুর্গ-হিমাচলে সম্পত্তি কেনার খোঁজ!

এইসময় (ভারত) প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ২৩:৩৭

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় ইডি-র কাছে বহু তথ্যপ্রমাণ-সহ দেখা যাচ্ছে সুশান্ত-রিয়া-শৌভিক এবং তাঁদের বন্ধু বান্ধবদের বিশাল একটা দল ড্রাগ, চরস, গাঁজা ছাড়াও আরও অনেক নিষিদ্ধ মাদক ব্যবহার করতেন। ফলে সিবিআই আর ইডির সঙ্গে এই মামলার তদন্তে নেমেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। এরই মধ্যে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া চক্রবর্তী দাবি করেছেন, 'সুশান্ত মারিজুয়ানা খেত, আমি থামাতে চেয়েছিলাম, কথা শোনেনি'। তবে সুশান্তের পরিবারের পালটা বক্তব্য রিয়ার বিরুদ্ধে। তাঁদের দাবি, রিয়াই সুশান্তকে মাদকের নেশা ধরিয়েছিলেন।

এই ঘটনায় প্রথম থেকেই সন্দেহের তালিকায় রয়েছেন রিয়া চক্রবর্তী। তবে রিয়াকে সিবিআইয়ের দ্বিতীয় দিনের জেরার পর উঠে এসেছে চাঞ্চল্যকর আরও বেশ কিছু তথ্য। কিছুদিন আগেই মুম্বই পুলিশের তরফে জানা গিয়েছিল যে, সুশান্ত তাঁর মৃত্যুর আগে গুগলে যন্ত্রণাহীন মৃত্যু, যন্ত্রণা সহ্য না করে কী ভাবে নিজেকে শেষ করে দেওয়া যায়, ইন্টারনেটে সেই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন সুশান্ত। তবে সিবিআই সূত্রে খবর, সুশান্ত মৃত্যুর আগে গুগলে হিমাচল প্রদেশ, কেরালা ও কুর্গে সম্পত্তি কেনার খোঁজ করেছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us