ভাব বিনিময়ের অন্যতম মাধ্যম সালাম। সালাম দেয়া সুন্নাত হলেও এর উত্তর দেয়া ওয়াজিব। আর ওয়াজিব তরক করা বড় গোনাহের কারণ। জানা বিষয় হলো-কেউ কাউকে সালাম দিলে সালামের উত্তর নিীবে দেয়া যাবে কি? কীভাবে সালামের উত্তর দিতে হবে?