প্রয়োজনে বেলারুশে পুলিশ পাঠাবেন পুতিন

দৈনিক আজাদী প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ১০:৪৭

.tdi_2_fef.td-a-rec-img{text-align:left}.tdi_2_fef.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});প্রয়োজন হলে বেলারুশে হস্তক্ষেপ করতে পারবে এমন একটি রিজার্ভ পুলিশ বাহিনী গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে বেলারুশের পরিস্থিতি এখনও এমন অবস্থায় গিয়ে পৌঁছায়নি, যেখানে পুলিশের ওই বাহিনীকে পাঠাতে হবে, বলেছেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া ভাষণে পুতিন এ কথা জানিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। পুতিন বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোই তাকে পুলিশের একটি রিজার্ভ বাহিনী বানাতে অনুরোধ করেছিলেন। ‘আমি সেটা করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না গেলে ওই বাহিনীকে ব্যবহার করা হবে না বলেও একমত হয়েছি আমরা,’ বলেছেন রুশ প্রেসিডেন্ট। ৯ অগাস্টের নির্বাচনে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো জয়ী হওয়ার পর থেকেই পূর্ব ইউরোপের দেশটিতে অস্থিরতা শুরু হয়।.tdi_3_4d9.td-a-rec-img{text-align:left}.tdi_3_4d9.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us