করোনাভাইরাসের প্রকোপের মধ্যে কেমন আছেন বস্তির বাসিন্দারা?
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০, ১২:০৮
ছোঁয়াচে রোগের কাছে পুরোপুরি উন্মুক্ত থাকলেও সেভাবে আক্রান্ত বা প্রাণহানির ঘটনা ঘটেনি বস্তিগুলোতে, যেখানে ন্যূনতম শারীরিক দূরত্ব বজায় রাখাটা সম্ভব না।এর মধ্যে রাজধানীর মিরপুরের ভাসানটেক এবং মহাখালীর কড়াইল বস্তি ঘুরে দেখা যায়, এখানকার বাসিন্দারা করোনাভাইরাসকে পাত্তাই দিতে চান না। তাদের দাবি, বস্তির কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি বা মারা যাননি। কেউ কেউ বলছেন, “করোনাভাইরাস বস্তিতে আসে না।”ভাসানটেক বস্তিতে বৃদ্ধা মাকে নিয়ে থাকেন জেসমিন আক্তার। বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন তিনি। জেসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বস্তিতে তার পরিচিত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।