রাজধানীতে ঝুলন্ত তারের (ওভারহেড ক্যাবল) সমস্যা দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে এই তার নামানোর উদ্যোগ নেওয়া হলেও ঝুলন্ত জঞ্জাল এখনও দূর হয়নি। রাজধানীর সৌন্দর্যবর্ধনে বিদ্যুতের খুঁটিতে বিপজ্জনকভাবে ঝুলে থাকা এসব তার কখনও কখনও সরানো হলেও পরে তা আবার আগের জায়গায় ফিরে আসে। তবে রাজধানীর প্রধান প্রধান সড়কের বিভিন্ন জায়গা থেকে এই তারের জঞ্জাল কিছু সরানোও হয়েছে। এসব ক্যাবলের মধ্যে রয়েছে ল্যান্ডফোনের ক্যাবল, ইন্টারনেট ক্যাবল, ডিশ সংযোগের ক্যাবল ইত্যাদি।জানা গেছে, ল্যান্ডফোনের ক্যাবলের বিকল্প হিসেবে এসেছে ট্রিপল প্লে সার্ভিস, ইন্টারনেট ক্যাবল নেমে যাচ্ছে ভূগর্ভস্থ ক্যাবল (এনটিটিএন সার্ভিস) লাইনে। ডিশ সংযোগের ক্যাবলও মাটির নিচ দিয়ে দেওয়া হবে এনটিটিএন লাইন ব্যবহার করে।