মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০, ০৫:৫৬
প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, মাদক বিক্রি ও আসক্তি দিনদিন বেড়েই চলছে। বর্তমানে এটি ভয়াবহ সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। মাদকাসক্তি আমাদের সমাজে এক সর্বনাশা ব্যাধিরূপে বিস্তার লাভ করছে। দুরারোগ্য ব্যাধির মতোই মাদকাসক্তি আমাদের তরুণ সমাজকে গ্রাস করেছে। তরুণ ও যুবসমাজের বড় একটা অংশ আজ মাদক নামক মরণ নেশায় আক্রান্ত। তিনি বলেন, মাদক, দুর্নীতি- জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত ছিল এবং থাকবে। তিনি বলেন, আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে জনসাধারণের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত করার যেকোন অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।