.tdi_2_faf.td-a-rec-img{text-align:left}.tdi_2_faf.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});মুজিব শতবর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে মমতার উদ্যোগে মোহরা শাখার সরালিয়া পাড়া এলাকায় বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ কার্যক্রম সম্প্রতি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন মমতার পরিচালক তৌহিদ আহমেদ। এছাড়াও মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক নির্দেশনায় মমতার উদ্যোগে পটিয়া, বোয়ালখালী, কর্ণফুলী, চন্দনাইশ, আনোয়ারা, সাতকানিয়া, বাজালিয়া, লোহাগাড়া, বাঁশখালী, হাটহাজারী, রাঙ্গুনিয়া, রাউজান, সীতাকুন্ড, মিরসরাই, ফেনী সদর, মুহুরীগঞ্জ, কক্সবাজার, রামু, ঈদগাহ, চট্টগ্রাম মহানগরীসহ মমতার ৭৬টি শাখা পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ মমতার সংশ্লিষ্ট এলাকায় নিয়োজিত সহকারী পরিচালক, এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের পরিবেশ, মানুষের জীবন ও জীববৈচিত্র্য চরম হুমকির সম্মুখীন। সে জন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। মমতা এসব প্রত্যয়কে বিবেচনা করে উল্লেখিত এলাকাসমূহে চলমান কর্মসূচি হিসেবে বৃক্ষরোপণ ও মমতার সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_694.td-a-rec-img{text-align:left}.tdi_3_694.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});