জুড়ী সীমান্তের ওপারে বিজিবি বিএসএফের পতাকা বৈঠক

মানবজমিন প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০, ০০:০০

জুড়ী সীমান্তের ওপারে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ অধিনায়ক এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ১৬৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কুলদীপ রায় শর্মা। বৈঠকে বিজিবি-বিএসএফের স্টাফ অফিসার ও কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন। বিজিবি সূত্রে জানা যায় ২৭শে আগস্ট সকালে ৫২ ব্যাটালিয়নের আওতাধীন ফুলতলা বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ১৮২৪/৭-এস এর সন্নিকটে শূন্য লাইন হতে আনুমানিক ১শ’ গজ ভারতের অভ্যন্তরে ইয়াকুবনগর এলাকায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক সীমান্তে একসারি বিশিষ্ট কাঁটাতারের বেড়া নির্মাণ, বটুলী আইসিপি’র বিপরীতে বিদ্যমান বেইলি ব্রিজের পরিবর্তে বক্স কালভার্ট এবং সীমান্তে রাস্তা নির্মাণের বিষয়ে উভয়পক্ষের ফলপ্রসূ আলোচনার মাধ্যমে কার্যবিবরণী স্বাক্ষরিত হয়। এছাড়াও অবৈধ সীমান্ত পারাপার, নারী ও শিশু পাচার, সীমান্ত হত্যা-নির্যাতন, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং গবাদিপশু চোরাচালান বন্ধের ব্যাপারেও আলোচনা হয়। সীমান্ত সংক্রান্ত দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিবিধ বিষয় যেমন সীমান্তে গুলিবর্ষণ না করা, চোরাচালান, অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য পাচার প্রতিরোধ, নারী-শিশু ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ করা, নিশ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত টহল ইত্যাদি সম্পর্কে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। সীমান্তে বিরাজমান শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ব্যাপারেও উভয়পক্ষ একমত পোষণ করেন। উভয়পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভূত যেকোনো সমস্যা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে ঐকমত্য পোষণ করে। বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us