রাজধানীর পুরান ঢাকায় একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। এসময় প্রায় পাঁচলাখ টাকা জরিমানা ও কারখানার মেশিনসহ সব মালামাল জব্দ করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।