করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত দেশের অর্থনীতি। এর মধ্যে কেউ চাকরি হারিয়েছেন, আবার অনেকের আয় কমে গেছে। এর ফলে অনেকেই সঞ্চয় ভেঙে দিন কাটাচ্ছেন। আবার ভবিষ্যৎ চিন্তা করে এর মধ্যে অনেকেই নতুন করে সঞ্চয় শুরু করেছেন। ফলে করোনার মধ্যে বেশির ভাগ ব্যাংকের আমানত বেড়েছে। তবে কিছু ব্যাংকের আমানতে ধাক্কাও লেগেছে। পাশাপাশি গত এপ্রিল থেকে সুদহার কমানোর প্রভাবও পড়েছে কিছু ব্যাংকের আমানতে। যদিও সার্বিকভাবে আমানতের প্রবৃদ্ধি অনেক কমে গেছে।