জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ নাইজেরিয়ার পোস্টাল সার্ভিস একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করতে যাচ্ছে।
নাইজেরিয়ার রাজধানী আবুজায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের উদ্যোগে আয়োজিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ অনুষ্ঠান ভার্চুয়াল প্ল্যাটফর্মে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় এবং নাইজেরিয়ার সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।