পুলিশের গুলিতে পঙ্গু মার্কিন কৃষ্ণাঙ্গ জেকব

দৈনিক আজাদী প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০, ১০:৪২

.tdi_2_37d.td-a-rec-img{text-align:left}.tdi_2_37d.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোশা শহরে পুলিশের একাধিক গুলিতে আহত কৃষ্ণাঙ্গ যুবক জেকব ব্লেক পঙ্গু হয়ে গেছেন। তার পরিবার ‘অলৌকিক’ কিছু ঘটার আশায় রয়েছেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী বেনজামিন ক্রাম্প। গতকাল বুধবার সিএনএন এ তথ্য জানায়। সাংবাদিকদের বেনজামিন বলেন, অলৌকিক কিছু ঘটলেই কেবল জেকব আবার হাঁটাচলা করতে পারবেন। খবর বাংলানিউজের। পুলিশের গুলিতে আহত হওয়ার দুদিন পর মঙ্গলবার ২৯ বছর বয়সী জেকবের অস্ত্রোপচার সম্পন্ন হয়। রোববার কেনোশা শহরে তিনি পুলিশের গুলিতে আহত হন। তিনি রাস্তার ধারে পার্ক করে রাখা তার গাড়ির ভেতর তিন সন্তানকে রেখে একটি প্রয়োজনে গিয়েছিলেন। ফিরে এসে গাড়ির দরজা খুলে চালকের আসনে বসার সময় পুলিশ পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গাড়িতে বসা জেকবের ৩, ৫ ও ৮ বছর বয়সী তিন ছেলের সামনে তাকে সাতবার গুলি করে পুলিশ। এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভে আবারও উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। মে মাসে মিনিয়াপোলিসে পুলিশি সহিংসতার শিকার হয়ে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়। এ ঘটনার পরপরই বর্ণ বৈষম্য এবং পুলিশি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র।.tdi_3_99d.td-a-rec-img{text-align:left}.tdi_3_99d.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us