প্লাজমা দিতে ঢাকা গেলেন সিএমপির ৩০ সদস্য

দৈনিক আজাদী প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০, ০৫:৪৯

.tdi_2_f5f.td-a-rec-img{text-align:left}.tdi_2_f5f.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের প্লাজমা দিতে ঢাকায় গেলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩০ জন সদস্য। গতকাল বুধবার সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইন থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশ্যে তারা যাত্রা করেন। এসময় সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমানের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়। পুলিশের এই সদস্যরা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষা দিতে গিয়ে নিজেরাও করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে সঠিক চিকিৎসা ও যথাযথ পরিচর্যায় সুস্থ হয়ে প্লাজমা দানের উদ্যোগ গ্রহণ করেছেন। করোনাভাইরাস প্রতিরোধে শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীর সুরক্ষায় দায়িত্ব পালনকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে হারিয়েছে তাদের ৫ সদস্যকে। তথাপি ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম, হাসপাতাল স্থাপন, জনসচেতনতা সৃষ্টিসহ করোনা প্রতিরোধে সিএমপির নানাবিধ কার্যক্রম এখনো চলমান রয়েছে।.tdi_3_546.td-a-rec-img{text-align:left}.tdi_3_546.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us