রায়পুরে ৭টি প্রাইভেট হাসপাতাল বন্ধের নির্দেশ

মানবজমিন প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০, ০০:০০

লক্ষ্মীপুরের রায়পুরে লাইসেন্স বিহীন ৭টি প্রাইভেট হাসপাতাল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল রায়পুর পৌরশহরের ১০টি প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার। বিভিন্ন অনিয়ম অব্যবস্থাপনা ও লাইসেন্স নবায়ন না থাকায় এ নির্দেশনা দেয়া হয়। তাছাড়া প্রাইভেট হাসপাতালগুলোতে ডিপ্লোমাধারী নার্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় মাতৃছায়া ও সেবা হাসপাতাল ছাড়া ৭টি প্রাইভেট হাসপাতালকে বন্ধের মৌখিক নির্দেশনা দেয়া হয়। বন্ধের নির্দেশ দেয়া হাসপাতালগুলো হলো রায়পুর মডার্ন প্রাইভেট লি., মেঘনা হাসপাতাল প্রাইভেট লি., মেহেরুন্নেছা হাসপাতাল প্রাইভেট লি., জনসেবা হাসপাতাল প্রাইভেট লি., ম্যাক্স কেয়ার প্রাইভেট লি., মা ও শিশু হাসপাতাল প্রাইভেট লি. এবং নিরাময় হাসপাতাল প্রাইভেট লি.। অভিযান চলাকালে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার ও রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বাহারুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার বলেন, কোনো প্রতিষ্ঠান বন্ধ করা বা সিলগালা করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাচ্ছি সেবামূলক প্রতিষ্ঠানগুলো যথাযথ নিয়ম মেনে চলুক। আইনের মধ্যে থেকে সেবা নিশ্চিত করুক। সিভিল সার্জন আরো বলেন, গত ২৩শে আগস্ট প্রাইভেট হাসপাতালগুলোর লাইসেন্স নবায়ন করার সময় পার হলেও তা না করা সহ হাসপাতালগুলোর অভ্যন্তরীণ অনেক সমস্যা পাওয়া গেছে। সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে কাগজপত্রসহ অন্যান্য সমস্যাগুলো দ্রুত সমাধান করতে নির্দেশ দেয়া হয়েছে। এজন্য ৭টি হাসপাতালকে বন্ধের মৌখিক নির্দেশ দেয়া হয়েছে। গতকালকের অভিযানের সিভিল সার্জনসহ তার টিম হাসপাতালগুলোর অপরাশেন থিয়েটার, ফার্মেসি, প্যাথলজিক্যাল ল্যাব পরিদর্শন করে কাগজপত্র যাচাই-বাছাই করেন। লক্ষ্মীপুর প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান তুহিন বলেন, সরকারের সকল নিয়ম মেনে স্বাস্থ্য অধিদপ্তরে কাগজপত্র জমা দেয়া হয়েছে। বিভিন্ন কারণে কাগজপত্র পেতে আমাদের দেরি হচ্ছে। লাইসেন্স নবায়ন না করায় রায়পুরে ২টি ছাড়া ৭টি প্রাইভেট হাসপাতালকে মৌখিকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে বলে জানতে পেরেছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us