পাকুন্দিয়ায় ৬৬ জন কৃষক পেলো রোপা আমন চারা

মানবজমিন প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০, ০০:০০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৬৬ জন কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন জাতের চারা বিতরণ করা হয়েছে। বন্যা ও জলাবদ্ধতায় ফসলি জমির ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে উপজেলার আঙিয়াদী ব্লকের আদিত্যপাশা গ্রামে এক একর জমিতে রোপা আমনের কমিউনিটি বীজতলা বাস্তবায়ন করে উপজেলা কৃষি বিভাগ। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে উপজেলার বিভিন্ন এলাকার ৬৬ জন কৃষকের মাঝে এসব চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের হাতে চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল হাসান আলামিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হামিমুল হক সোহাগ, মোশারফ হোসেন, খায়রুন্নাহার পলি, জহিরুল ইসলাম জনি, শফিকুল আলম সোহাগ, বজলুল হক, আফাজ উদ্দিন ও শাহিনূর প্রমুখসহ স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আঙিয়াদী ব্লকে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণকৃত রোপা আমন ধানের জমি পরিদর্শন করেন ইউএনও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us