চকবাজারে চাঁদাবাজির দায়ে কথিত যুবলীগ নেতাসহ গ্রেফতার ৪

দৈনিক আজাদী প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০, ১৯:৩৩

.tdi_2_034.td-a-rec-img{text-align:left}.tdi_2_034.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});নগরীর চকবাজার এলাকায় অবৈধভাবে টমটম স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত এক যুবলীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (২৬ আগস্ট) তাদের গ্রেফতারের বিষয়টি জানায় পুলিশ। গ্রেফতার চারজন হলো মো. নুরুল হাকিম (২০), মো. আলমগীর মিয়া প্রকাশ রুবেল (২৬), শহিদুল ইসলাম জায়েদ (৪৩) ও এসএম সামাদ (৩২)। বাংলানিউজ তাদের মধ্যে এসএম সামাদ নিজেকে চকবাজার ও বাকলিয়া এলাকার যুবলীগ নেতা পরিচয় দেয়। গ্রেফতার চারজনই র‌্যাবের হাতে গ্রেফতার সন্ত্রাসী নুর মোস্তফা টিনুর সহযোগী বলে জানা গেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম বলেন, “চকবাজার এলাকায় অবৈধভাবে টমটম স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব টাকা ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) থেকে চাঁদা হিসেবে আদায় করা হয়েছিল।” চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন বলেন, “আসামিরা টমটম থেকে প্রতিদিন চাঁদা আদায় করে। এসব টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়। তাদের চাঁদাবাজি ছাড়া বৈধ কোনো পেশা নেই।” এসএম সামাদের বাড়ি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি নোয়াপাড়া এলাকায়। তবে সে চকবাজার থানাধীন ডিসি রোডে বসবাস করে আসছিল। নিজেকে চকবাজার ও বাকলিয়া এলাকার যুবলীগ নেতা পরিচয় দেয় সে। তার বিরুদ্ধে চকবাজার এলাকায় চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। র‌্যাবের হাতে গ্রেফতার সন্ত্রাসী নুর মোস্তফা টিনুর অন্যতম সহযোগী এসএম সামাদ। টিনু কারাগারে যাওয়ার পর তার নাম ভাঙিয়ে চকবাজার এলাকায় টমটম, সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদাবাজি ও ফুটপাতে ভ্যান থেকে চাঁদাবাজি করে আসছে এসএম সামাদ।.tdi_3_6b8.td-a-rec-img{text-align:left}.tdi_3_6b8.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us