বাংলা সংস্কৃতির প্রবাহ ছিল
তোমার শিরায় শিরায়
তোমার অনুভবের গহনে ছিল
উন্মুক্ত, উদার চিন্তা,
হৃদয়ে সাজানো ছিল
সারি সারি স্বপ্ন-ছবি—
বাংলার সবুজ প্রান্তর
নদীর ঢেউয়ের উথাল-পাথাল
পাখিদের গান
নানা বর্ণের
সবুজ, হলুদ, নীল, লাল—
কৃষকের হাসিমুখ
রাঙা বউয়ের মুঠোভরা
সোনালী...