ছয় রোহিঙ্গা নেতাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করলো মিয়ানমার
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০, ১৬:২৩
মিয়ানমারের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী রোহিঙ্গা জনগোষ্ঠীর ছয় রাজনীতিবিদকে অযোগ্য ঘোষণা করেছে দেশটির সরকার। জন্মসূত্রে তারা মিয়ানমারের নাগরিক হলেও এসব রাজনীতিবিদের জাতীয় পরিচয়পত্রে সমস্যা রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।
ইরানি সংবাদ মাধ্যম পার্সটুডের খবরে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস এবং তাদের বেশিরভাগই মুসলমান। ২০১৭ সালের দিকে রাষ্ট্রীয় মদদে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও ব্যাপক নির্যাতন চালিয়ে লাখ লাখ রোহিঙ্গা মুসলমানকে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করা হয়।