অনেক ধনী ব্যক্তিই নিজের সাফল্যের পেছনের কাহিনী গোপন রেখে দেন। অন্য কোনো মানুষকে নিজের সাফল্যের সূত্রটি শোনাতে চান না। তারা বলেন- ‘এদেরকে গরীব রেখে দাও!’
আমি জীবনে অনেক ধাক্কা খেয়েছি। জীবনে অনেকবার অর্থনৈতিক ভাবে দুর্দশাগ্রস্ত হয়েছি। আমাকে একবার শুধু আলু খেয়ে থাকতে হয়েছিল। বন্ধু সেজে কাছে এসে পিছনে ছুরি মেরেছে, এমন ঘটনাও আমার জীবনে ঘটেছে। কিন্তু, কখনো সেইসব মানুষ সম্পর্কে খারাপ ধারণা পর্যন্ত করিনি। কারণ, আমি এরকমই! মানুষকে বিশ্বাস করা আমার জন্মগত স্বভাব।