বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২৭ জেলে উদ্ধার

দৈনিক আজাদী প্রকাশিত: ২৬ আগস্ট ২০২০, ১০:৫৫

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার ভোররাত চারটার দিকে বঙ্গোপসাগরের ‘গুলীদ্ধার’ নামক স্থানে দমকা হাওয়ার কবলে পড়ে দুটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বোটডুবির শিকার একটি ট্রলার কক্সবাজারের খুরুশকুলের হলেও অপরটি চট্টগ্রামের বলে জানিয়েছে জেলা ফিশিং বোট মালিক সমিতি। ডুবির শিকার ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি ট্রলারের ২৭ মাঝিমাল্লাকে উদ্ধার করা হয়েছে। ট্রলারটির মালিক খুরুশকুলের আবুল মনছুর কোম্পানী। বোট মালিক আবুল মনছুর কোম্পানী জেলেদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার ভোররাত ৩টার দিকে বঙ্গোপসাগর হঠাৎ প্রচন্ড উত্তাল হয়ে ওঠলে জেলেরা মাছধরা বন্ধ করে ঘাটে ফিরে আসতে শুরু করে। এসময় ভোররাত ৪দিকে সাগরের ‘গুলীদ্ধার’ নামক স্থানে প্রচন্ড ঢেউয়ের তোড়ে ডুবে যায় ‘এফবি মায়ের দোয়া’। এসময় ট্রলারটির ২৭ মাঝিমাল্লাকে আশেপাশের ট্রলারগুলো উদ্ধার করে ঘাটে নিয়ে আসে। এরপর তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। একই সময়ে সাগরের ‘গুলীদ্ধার’ নামক স্থানে চট্টগ্রাম এলাকার আরো একটি বোটডুবির শিকার হয়েছে বলে জানান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us