বহু প্রতীক্ষার পর অক্টোবরে চট্টগ্রাম ওয়াসার সুপেয় পানি পেতে যাচ্ছে পতেঙ্গাবাসী। ওয়াসার মদুনাঘাট পানি সরবরাহ প্রকল্পের অর্ধেক পানি নতুন ১৬০ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে সরাসরি পতেঙ্গা-বন্দরসহ আশেপাশের এলাকাবাসী পাবেন। এজন্য কাস্টমসের মোড়ে বসানো হয়েছে নতুন বুস্টার স্টেশন। মদুনাঘাট প্রকল্পের পানি পতেঙ্গা-বন্দরসহ আশেপাশের এলাকায় দেওয়ার জন্য মদুনাঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত নতুন ১৬০ কিলোমিটার পাইপ লাইন বসানো হয়েছে। এখন নতুন এই পাইপ লাইনের টেস্টিং করা হচ্ছে বলে জানিয়েছেন ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আরিফুল ইসলাম। মদুনাঘাট শেখ রাসেল পানি শোধনাগার থেকে প্রতিদিন ৯ কোটি লিটার পানি উৎপাদন হচ্ছে।