রাজধানীর মৌচাকে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩০ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতাল থেকে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ রি-এজেন্টসহ সার্জিক্যাল সামগ্রী জব্দ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলা এ অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স, স্বাস্থ্য অধিদপ্তর, র্যাব-৩-এর সদস্যরা যৌথভাবে অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।