আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য সংগঠনের কয়েক দশকের যৌথ প্রয়াসে আফ্রিকাকে পোলিওমুক্ত ঘোষণা করা হচ্ছে। খবর গার্ডিয়ান।
মাত্র দুই যুগ আগেও এক লাখের কাছাকাছি পোলিও রোগী ছিল আফ্রিকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), স্থানীয় সরকার, বিভিন্ন বেসরকারি সংস্থাসহ লাখ লাখ স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রমে অবশেষে মহাদেশটি থেকে নির্মূল হয়েছে আজীবনের পঙ্গুত্ব সৃষ্টিকারী ভাইরাসটি।