আফ্রিকা মহাদেশকে বন্য পোলিওমুক্ত ঘোষণা করলো স্বাধীন সংস্থা আফ্রিকা রিজিওনাল সার্টিফিকেশন কমিশন। নাইজেরিয়ায় সর্বশেষ রোগী পাওয়ার চার বছরের মাথায় আফ্রিকাকে বন্য পোলিওমুক্ত হিসেবে স্বীকৃতি দিতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। খবর বিবিসি।
সচরাচর পাঁচ বছরের কম বয়সী শিশুরা পোলিওতে আক্রান্ত হয়ে থাকে, যা তাদের অপরিবর্তনীয় পক্ষাঘাতের দিকে নিয়ে যায়। যখন শ্বাসনালীর পেশী আক্রান্ত হয় তখন মৃত্যু ঘটে। পঁচিশ বছর আগে আফ্রিকায় হাজার হাজার শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতো। এখন শুধু আফগানিস্তান ও পাকিস্তানেই এ রোগটি দেখা যায়।