সম্পদের হিসাব না দেওয়ার মামলায় সাবেক পুলিশ পরিদর্শকের দুই বছরের কারাদণ্ড
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ১৯:২৪
সম্পদের হিসাব দাখিল না করার মামলায় ফেনী জেলার সাবেক পুলিশ পরিদর্শক মো. হামিদুল হকের ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
রায়ে দণ্ডিতের ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিতে হবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক। দণ্ডিত রায় ঘোষণার সময় পলাতক ছিলেন। তাই আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেছেন।