আলোচিত ফোন ওয়ানপ্লাস নর্ডকে টেক্কা দিতে সাশ্রয়ী দামের ৫জি ফোন আনলো এলজি। মডেল এলজি কিউ৯২ ৫জি। এটি মিড রেঞ্জে বাজারে এসেছে। ফোনটি গ্লোবাল মার্কেটে ওয়ানপ্লাস নর্ডের বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে। এলজি কিউ৯২ ৫জি’র বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর, ৪,০০০ এমএএইচ ব্যাটারি ও ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা আছে।