যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ চিকিৎসকের হাতে কৃষ্ণাঙ্গ নবজাতকের মৃত্যুর ঝুঁকি বেশি: গবেষণা
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০, ১৬:০২
যুক্তরাষ্ট্রে বর্ণবাদের আরেক ভয়ঙ্কর অন্ধকার দিক উঠে এলো সাম্প্রতিক এক গবেষণায়। এতে দেখা গেছে, শ্বেতাঙ্গ চিকিৎসকের অধীনে থাকলে শ্বেতাঙ্গ শিশুর তুলনায় কৃষ্ণাঙ্গ শিশুর মৃত্যুর সম্ভাবনা তিনগুণ বেশি থাকে। অপরদিকে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ চিকিৎসকের যত্নে থাকলে কৃষ্ণাঙ্গ নবজাতক শিশুর বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে।
এক যুগের বেশি সময় ধরে বিপুল সংখ্যক শিশুর ওপর পরিচালিত গবেষণাটিতে দেখা গেছে, কৃষ্ণাঙ্গ চিকিৎসকরা নবজাতকের দায়িত্ব নেয়ার পর হাসপাতালগুলোতে কৃষ্ণাঙ্গ নবজাতকের মৃত্যুহার হ্রাস পেয়েছে। এর বিপরীতে শ্বেতাঙ্গ শিশুদের মৃত্যুহারের ক্ষেত্রে চিকিৎসকদের জাতিগত কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি।