২৬ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার

মানবজমিন প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০, ০০:০০

নীলফামারীর সৈয়দপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধারের পর আবারো র‌্যাব-১৩ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৬ টন জব্দ করেছে এবং ৩ জন ব্যবসায়ীর প্রত্যেককে ২ লাখ টাকা মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. রমিজ আলম র‌্যাব ও সৈয়দপুর থানা পুলিশের সহযোগিতায় গত শনিবার দিনব্যাপী শহরের বিচালীহাটির কয়েকটা গোডাউনে অভিযান চালায়। এ সময় তিনটি গোডাউন থেকে ২৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করে। উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে তিন পলিথিন ব্যবসায়ীর প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এরা হচ্ছেন- শহরের ইসলামবাগ এলাকার শেখ হাবিবুল্লাহর ছেলে শেখ আজহারুল্লাহ (২৮), বাঁশবাড়ির আলীম আহমেদের ছেলে মো. নাসির উদ্দিন (৬০) ও ইসলামবাগ এলাকার ওমর আলীর ছেলে মো. আবুবকর সিদ্দিক (৩৪)।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us