স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক বিষয়ক গুজবে বিব্রত ইসি
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ২০:৪৯
‘স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহার হবে না’- উল্লেখ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে বিব্রত নির্বাচন কমিশন (ইসি)। দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা এ বিষয়ে কমিশনে ফোন দিচ্ছেন। এছাড়া দেশের দুটি রাজনৈতিক দলের নীতিনির্ধারকও এ বিষয়ে ইসির কাছে জানতে চাচ্ছেন।এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেয়ার কোনো প্রস্তাব বা এ সংক্রান্ত কোনো আইন সংশোধন করছে না ইসি। কমিশন ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন আইন, ২০২০’ শিরোনামের একটি আইনের খসড়া তৈরি করেছে। এটি মূলত পাঁচটি ভিন্ন ভিন্ন বিধিমালাকে একত্র করে একটি আইন হবে। আর আইন হবে বাংলায়।’