আরও দুই বহু প্রতীক্ষিত, ‘বিগ স্টার কাস্ট’ হিন্দি ছবিও কি মুক্তি পাচ্ছে অনলাইনে?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ২০:২০

‘গুঞ্জন সাক্সেনা’, ‘দিল বেচারা’ দেখে ফেলেছেন? অপেক্ষা করছেন ‘লক্ষ্মী বম্ব’, ‘সড়ক ২’-এর জন্য? বিনোদনের হোম ডেলিভারির লিস্টে জুড়তে পারে আরও দুই নাম। শোনা যাচ্ছে, বলিউডের দুই হেভিওয়েট, হাইবাজেট ছবিও নাকি পেতে পারে অনলাইনে। ভাবছেন তো কোন দু’টি ছবি?

রণবীর সিংহ অভিনীত, ভারতের ১৯৮৩-র বিশ্বকাপ জেতার পটভূমিকায় তৈরি ছবি ‘৮৩’ এবং রোহিত শেট্টি পরিচালিত সুপার হাইপড অ্যাকশন ছবি ‘সূর্যবংশী’। এ প্রসঙ্গে ওই দুই ছবির প্রযোজনা সংস্থা রিলায়েন্স এন্টারটেনমেন্টের সিইও শিবাশিস সরকার বলেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সিনেমা হল না খোলে তবে সেক্ষেত্রে ডিজিটাল রিলিজই এক মাত্র মাধ্যম। তিনি বলেন, “আমরা ১০০ শতাংশ থিয়েটার রিলিজ চাই। কিন্ত একই সঙ্গে আমরা আজীবন ছবির মুক্তি পিছিয়ে যেতে পারি না। খুব বেশি হলে দীপাবলি বা বড়দিন। কিন্তু এর মধ্যেও যদি সিনেমা হল না খোলে, তবে সে ক্ষেত্রে আমরা ডিজিটাল রিলিজের কথাই ভাবব।“
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us