ভারতের নয়াদিল্লিরি একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা ৫২ বছর বয়সী এক নারীর ডিম্বাশয় থেকে ৫৪ কেজি ওজনের টিউমার অপসারণ করেছেন। এটিকে বিশ্বের সবচেয়ে বড় ডিম্বাশয়ের টিউমার বলে আখ্যা দেয়া হয়েছে। এর আগে ডিম্বাশয় থেকে এতো বড় টিউমার অপসারণের ঘটনা ঘটেনি। ৫৪ কেজি ওজনের টিউমারটি অপসরাণে চিকিৎসকদের সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে। টিউমার রোগীর ওজনের অর্ধেক। ইন্দ্রাপাশথা অ্যাপোলো হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক আরুন প্রসাদ জানান, আমার সার্জারি ক্যারিয়ারের অভিজ্ঞতা ৩০ বছরের বেশি। সারা জীবনে রোগীর অর্ধেক ওজনের সমান টিউমার আমি কখনো দেখিনি।