পাকিস্তানে দাউদ ইব্রাহিমের সম্পদ, ভারতীয় গণমাধ্যমে শোরগোল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ১৫:৩২

মুদ্রাপাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধে বিশ্ব সংস্থার ‘কড়া নজরদারি’ থেকে রেহাই পাওয়ার চেষ্টার অংশ হিসেবে পাকিস্তান নিষিদ্ধঘোষিত ৮৮টি সন্ত্রাসবাদী সংস্থা ও ব্যক্তির উপর আরও কড়াকড়ি আরোপ করেছে। পাকিস্তানের দ্য নিউজের তথ্য অনুযায়ী, ওই নিষেধাজ্ঞায় দেওয়া তালিকায় সন্ত্রাসবাদী বিভিন্ন গোষ্ঠীর নেতাদের সঙ্গে ভারতের শীর্ষ সন্ত্রাসী পলাতক মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের নামও রয়েছে।  ১৮ অগাস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি পরিপত্রে তাদের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান এতোদিন দাউদ ইব্রাহিমকে আশ্রয় দেওয়ার কথা অস্বীকার করে এলেও ওই নিষেধাজ্ঞার মাধ্যমে ‘দেশটিতে তার অবস্থানের তথ্য স্বীকার করে’ নিয়েছে।তবে পাকিস্তান এই দাবি অস্বীকার করে বলেছে, এটা তাদের তালিকা নয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us