অতিমারী বলির পাঁঠা করা হয়েছে তবলিগ-ই-জামাতদের: বম্বে হাইকোর্ট
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ১০:২৪
অতিমারী আবহে তবলিগ-ই-জামাতকে বলির পাঁঠা করা হয়েছে। শুক্রবার এক মামলায় এই চাঞ্চল্যকর মন্তব্য করেছে বম্বে হাইকোর্ট। আদালতের ঔরঙ্গাবাদ বেঞ্চের মন্তব্য, "অতিমারীতে সংক্রমণ ছড়ানোর দায় সংখ্যালঘুদের ওপর চাপানো হয়েছে।" এই মন্তব্য করে ২৯ বিদেশী নাগরিকের বিরুদ্ধে দায়ের মামলা খারিজ করেছে আদালত। গত মার্চে দিল্লির নিজামুদ্দিনে তবলিগ-ই-জামাতের জমায়েতের পর হঠাৎ করে সংক্রমণ বাড়তে শুরু করে দেশে। আর এই পরিস্থিতি সংখ্যালঘুদের কাঠগড়ায় তোলা হয়। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে এই জমায়েত এমন অভিযোগে সরব হয় দেশের প্রধান শাসক দল বিজেপি। এই জমায়েতে উপস্থিত একাধিক প্রতিনিধির বিরুদ্ধে দায়ের হয় মামলা। সেই মামলারই একটা শুনানি ছিল বম্বে হাইকোর্টে।