যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) অমানুষিক নির্যাতনে তিন কিশোর নিহত এবং ১৫ কিশোর আহত হওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলতে নারাজ অভিভাবকরা। স্থানীয় লোকজনও বলছে, এটি দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতিরও বহির্প্রকাশ। সরকারি এই সংশোধন কেন্দ্রে আসন সংখ্যা ১৫০ হলেও এখানে অনেক বছর ধরেই ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি রাখা হচ্ছে। এখনও (২২ আগস্ট) এখানে রয়েছে ২৯৭ জন বন্দি কিশোর।