জলাবদ্ধতা থেকে রক্ষায় কীর্তনখোলার সংযোগ খাল পুনখননের নির্দেশ
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ০৮:১১
১৯৭০ সালে সাইক্লোন গোর্কির ৫০ বছর পর এবার আবার পানিতে তলিয়েছে বরিশাল নগরীর সদর রোড। উত্তরের বন্যার পানির ঢল, অমাবস্যার জোয়ারের প্রভাব এবং অতিবৃষ্টির কারণে শুধু সদর রোড নয়, নগরীর অধিকাংশ এলাকায় সড়ক, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান তলিয়েছে। নদীতে ভাটার সময় পানি দ্রুত নামতে না পাড়ায় সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার। এ অবস্থায় বরিশাল নগরীর বাসিন্দাদের জলাবদ্ধতার হাত থেকে রক্ষায় কীর্তনখোলা নদীর সংযোগ ৫টি খাল পুনখনন করার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।