এমপি’র বরাদ্দে অনিয়মের অভিযোগ

মানবজমিন প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ০০:০০

লালমনিরহাটে সদর আসনের সংসদ সদস্য বরাদ্দ ননসোলার ও টিআর কাজের অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের কাজ, মাটি ভরাট না করেই বিল উত্তোলন, সড়ক সংস্কার কাজের অনিয়ম ও দুনীতির ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। জানা গেছে, ২০১৯-২০২০ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিখা প্রকল্পের আওতায় কাজের জন্য ২৪টি প্রকল্প বরাদ্দ হয়। লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের এমপির নির্বাচনী এলাকায় কয়েকটি প্রকল্পের কাজের জন্য বরাদ্দ দেয়া হয়। তার মধ্যে প্রকল্প নং ০৭০৪১৩ ও ০৭০৪১৪ নাম্বার প্রকল্পের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে দু’টি প্রকল্পের। প্রকল্প দু’টির প্রকল্প চেয়ারম্যান করা হয়েছে জাতীয় ছাত্র সমাজের নেতা জাকিরুল ইসলামকে। প্রকল্পগুলো হলো ০৭০৪১৩ নম্বর সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের র‌্যাবের বাজার থেকে মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত  সংস্কার কাজ। এর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। এই প্রকল্পের যে পরিমাণের মাটি কাটার কথা ছিল তার চেয়ে সামান্য কয়েক ট্রলি মাটি কেটে বাকি টাকা হয়েছে লুটপাট। এ ছাড়াও ০৭০৪১১৪ নম্বর প্রকল্প র‌্যাবের বাজার থেকে পাঙ্গাটারী শেষ মাথা পর্যন্ত কাজের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৩ লাখ টাকা। এই প্রকল্প দু’টির কাজ না করেই বেশিরভাগ টাকা লুটপাট করেছে প্রকল্প চেয়ারম্যান ও জাতীয় ছাত্র সমাজের নেতা জাকিরুল ইসলাম। সরজমিন ওই প্রকল্প দু’টিতে দেখা গেছে মাটির সড়কগুলোতে পড়েনি কোনো কাজের ছোঁয়া। রাস্তা পড়ে রয়েছে আগের মতো খানাখন্দে। সড়ক সংস্কারের নামে টাকা লুটপাট করা নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগী লোকজন। প্রকল্প চেয়ারম্যান জাতীয় পার্টির জাতীয় ছাত্র সমাজের নেতা জাকিরুল ইসলাম জানান, বরাদ্দের নিয়ম অনুযায়ী কাজ করেছি। কোনো প্রকারের অনিয়ম দুর্নীতি হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। জেলা প্রশাসক মো. আবু জাফর জানান, সরকারি প্রকল্পে কোনো প্রকারের অনিয়ম দুর্নীতি হলে প্রকল্প চেয়ারম্যানের বিরুদ্ধে নেয়া হবে আইনানুগ ব্যবস্থা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us