চট্টগ্রাম নগরীতে ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে ১৭টি। আর এসব পাহাড়ের চূড়া ও পাদদেশে মৃত্যুঝুঁকি জেনেও বসবাস করছে ১২ শতাধিক পরিবার। বর্ষা মৌসুম এলে পাহাড় ধসে চাপা পড়ে অনেক বসতঘর। এতে প্রাণ হারান অনেকে। তবু থেমে নেই তাদের বসবাস।