যেন একই মায়ের সন্তান! মেয়ে জিভার জন্মের খবর প্রথম রায়নার মুখেই শুনেছিলেন ধোনি

এইসময় (ভারত) প্রকাশিত: ২২ আগস্ট ২০২০, ১৯:২৮

এই সময় ডিজিটাল ডেস্ক: খেলাটা একসঙ্গে শুরু করেননি ওঁরা। তবে শেষটা একইসঙ্গে করলেন। যে দিন ধোনি, ঠিক সেই দিনই আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানালেন সুরেশ রায়না। ধোনির আখ্যা ক্রিকেট কেরিয়ারে বিজয়রথের সমস্ত ইতিহাসের সাক্ষী রায়না। অভিন্ন আত্মা যেন দুজনে! বলা ভালো, একে অপরের ছায়াসঙ্গী। দুজনের খিটিমিটি যে লেগে থাকে না এমনটা নয়। একবার তো রায়না গালিতে ফিল্ডিং করছেন। যতবারই ধোনি তাঁকে পিছিয়ে যেতে বলছেন, ততবারই এগিয়ে আসছেন রায়না। ধোনি শেষমেশ অধৈর্য্য হয়ে, মাঠ থেকে রায়নাকে উঠে যাওয়ার নির্দেশ অবধি দেন। কিন্তু মাঠ ছেড়ে পালাবার বান্দা নন সুরেশ রায়না। মাটি আঁকড়ে ধরে 'মাহি ভাই'য়ের কথামতো ম্যাচের শেষ দেখে ছাড়লেন। ধোনি যে অবসর নেবেন সারা পৃথিবীর জানা ছিল না। জানতেন রায়না। সেই ধোনি এবং রায়নার জীবনে এমনই অনেক কাহিনি রয়েছে, শুনলে মনে হবে একই মায়ের পেটের দুই সন্তান যেন! ২২ গজের জয়-বীরুর এমনই কিছু গল্প জেনে নেওয়া যাক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us