ভারতীয় রাজনৈতিক কনটেন্টগুলো ফেইসবুক কীভাবে নীতিমালার আওতায় আনে সে বিষয়ে প্রতিষ্ঠানটিকে প্রশ্ন করবে দেশটির পার্লামেন্ট কমিটি।সামাজিক মাধ্যমটির কনটেন্ট চর্চা নিয়ে সমালোচনার মুখে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন এক প্যানেল সদস্য।ভারতের ক্ষমতাসীন দলের এক রাজনীতিবিদের বিদ্বেষমূলক পোস্টের ক্ষেত্রে নীতিমালার প্রয়োগে বিরোধীতা করছেন দেশটিতে ফেইসবুকের জ্যেষ্ঠ্য নির্বাহী আঁখি দাস, সম্প্রতি এমন সংবাদ প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন আঁখি এবং ফেইসবুক।