কোরবানির পশুর কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া কেস-টু-কেস ভিত্তিতে রফতানির অনুমতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হলেও এখনও কোনও ব্যবসায়ী আগ্রহ দেখিয়ে আবেদন করেননি। প্রজ্ঞাপন জারির পর মন্ত্রণালয় একটি কমিটি করলেও এর ১২ সদস্য কোনও বৈঠকে বসেননি। এ কারণে পশুর চামড়া নিয়ে সৃষ্ট বিপর্যয় কাটছে না। বাণিজ্য মন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি অধিশাখা-১-এর যুগ্মসচিব জিনাত আরা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুনেছি চামড়া রফতানির আগ্রহ ব্যক্ত করে একজন ব্যবসায়ীর একটি আবেদন কমিটির কাছে জমা পড়েছে। তবে আমি এখনও তা দেখিনি।