আরেক মিউজিয়ামকে মসজিদে রূপান্তরের নির্দেশ এরদোয়ানের
প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ১৭:০৪
তুরস্কের ইস্তাম্বুলে অর্থোডক্স খ্রিষ্টানদের একটি চার্চ, যা একসময় মসজিদ ছিল কিন্তু বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেটিকে আবার মসজিদে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। শুক্রবার এ ব্যাপারে নির্দেশনা দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। হাজার বছরের পুরোনো পুরাকীর্তির দিক থেকে এই জাদুঘর ভবনটির অবস্থান হায়া সোফিয়ার পরেই। এটি ইউরোপ ঘেঁষা ইস্তাম্বুলের ‘গোল্ডেন হর্ন’ এলাকার প্রাচীন নিদর্শন। ইস্তাম্বুলে খোরা এলাকায় এটি বাইজেন্টাইনরা চার্চ হিসেবে প্রতিষ্ঠা করেছিল। চতুর্দশ শতকের অসাধারণ সব দেয়াল চিত্র দিয়ে ভবনটির ভেতরের দেয়াল সুসজ্জিত।