বৃক্ষ শুধু অক্সিজেন নয়, আর্থিক অভাবও দূর করে

দৈনিক আজাদী প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ০৮:০৫

.tdi_2_b43.td-a-rec-img{text-align:left}.tdi_2_b43.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান বলেছেন, বৃক্ষ মানুষকে ছায়া দেয়। প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য দেয় অক্সিজেন। দেশের মোট ভূ-খণ্ডের ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন হলেও আমাদের দেশে তা নেই। তাই সকলের উচিৎ বাড়ির আঙিনা থেকে শুরু করে পতিত জায়গায় বৃক্ষরোপণ করা। বৃক্ষ শুধু অক্সিজেনের মাধ্যমে প্রাণ বাঁচিয়ে রাখে তা নয়, আর্থিক অভাব দূর করতেও সহায়ক ভূমিকা পালন করে। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এ বৃক্ষ রোপণ করা হচ্ছে। তিনি সম্প্রতি সাতকানিয়ার ঢেমশা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার। শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, সুভাষ চন্দ্র দাশ, আবদুল কাদের চৌধুরী, স্বপন কুমার দাশ, ডা. বিপ্লব পালিত, পলাশ কান্তি সেন, লক্ষী দাশ, সহকারি প্রধান শিক্ষক অমল কান্তি বড়ুয়া, রেক্টর শিক্ষক শশীভূষন বড়ুয়া, সাখাওয়াত উজ জামান আদর, শিক্ষক তরুণ কান্তি ধর, বোধি রতন বড়ুয়া, অঞ্জুশ্রী হোড়, অঞ্জু রানী নন্দী, রনজিত কুমার বড়ুয়া, নিপু রানী দাশ, জসিম উদ্দীন, শামীমা আক্তার, সুমন রায়, অমল কান্তি দে, আয়শা ছিদ্দিকা প্রমুখ। বৃক্ষ রোপণ শেষে বিদ্যালয়ের হেড মাওলানা মো. মুহিউদ্দীন মোনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_35b.td-a-rec-img{text-align:left}.tdi_3_35b.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us