You have reached your daily news limit

Please log in to continue


কর্ণফুলীতে ৫০টি ক্লাবকে ৫ হাজার চারা বিতরণ করল রোটারী

.tdi_2_fff.td-a-rec-img{text-align:left}.tdi_2_fff.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে গতকাল সকাল ১০টায় সবুজ বনায়নের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে কর্ণফুলী জোনের ৫০টি ক্লাবের মধ্যে ৫০০০ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মানুষের চাহিদার কারণে দিন দিন ব্যাপক হারে বাড়ছে অরণ্য উচ্ছেদ। যার কারণে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে। সুস্থ জীবনযাপনের জন্য দূষণমুক্ত সুস্থ পরিবেশ একান্ত প্রয়োজন। দূষণমুক্ত সুস্থ পরিবেশ গঠনে বৃক্ষরোপণের ভূমিকা অন্যতম, এই কাজে রোটারিয়ানদের ভূমিকা অগ্রগণ্য। উক্ত বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লে. গভর্নর শহীদুল্লাহ চৌধুরী, এডিশনাল লে. গভর্নর আজিজুল হক, রোটারিয়ান পিপি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান লিয়াকত আলী চৌধুরী, রোটারিয়ান বোরহানউদ্দিন, রোটারিয়ান ফাহিম, এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি হাসিনা আকতার লিপি, পাস্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান রেজাউল করিম, জোনাল সেক্রেটারি রোটারিয়ান ডা. সুমন রহমান চৌধুরী, রোটারিয়ান আফসারুল হক, এডিশনাল ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান নূরুল আলম চৌধুরী কিরণ, আফতাব উদ্দিন সিদ্দিকী, মিনহাজ-ইউ-নাহিয়ান, অ্যাসিস্টেন্ট গভর্নর পিপি মো. রাকিবুল ইসলাম, কাজী জসীম, আর্কিটেক্ট ফারুক, মাঈনউদ্দিন রতন, মইনউদ্দিন, শিবলু, অমরেশ বড়ুয়া, সৈয়দ মো. তারেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_3be.td-a-rec-img{text-align:left}.tdi_3_3be.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন