অন্ধ্রের চিত্তুরে গ্যাস লিক করে কমপক্ষে ২৫ জন হাসপাতালে
প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ০৬:৫৪
বৃহস্পতিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় অ্যামোনিয়া গ্যাস লিক করে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। কমপক্ষে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। জানা গিয়েছে, চিত্তুরের বন্দাপল্লি গ্রামে একটি ডেয়ারি প্ল্যান্ট থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে। যার জেরে বিপত্তি। ওই প্ল্যান্টের আশপাশ অঞ্চলের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। চারপাশে অসুস্থ বাড়তে থাকায় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।