বিদায় হিজরি বর্ষ ১৪৪১। স্বাগত হিজরি নববর্ষ ১৪৪২। মুসলমানদের কাছে হিজরি সন ও তারিখের গুরুত্ব অপরিসীম। কারণ মুসলিম উম্মাহর তাহজিব-তামাদ্দুন ও ঐতিহ্যের ভিত্তি সম্পৃক্ত। রোজা, হজ, ঈদ, শবেবরাত, শবেকদর, শবে মেরাজসহ বিভিন্ন বিধি-বিধান হিজরি সনের ওপর নির্ভরশীল। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনন্দ-উৎসবসহ সব ক্ষেত্রেই মুসলিম উম্মাহ হিজরি সনের অনুসারী। আরবি বর্ষপঞ্জিকার সঙ্গে জড়িয়ে আছে প্রিয় নবীজি (দ.) এর হিজরতের স্মৃতি।